বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ হিমালয়ের পাদদেশ অবস্থিত উত্তর জনপদের জেলা দিনাজপুর। গত বুধবার থেকে হিমালয়ের ধেয়ে আসা শৈত্য প্রবাহের ফলে শীতের তীব্রতায় জেলার বীরগঞ্জ উপজেলায় জেঁকে বসেছে শীত । বুধবার থেকে সূর্যের দেখা মিলছে না। হিমেল হাওয়া ও কনকনে শীতে নিম্ন আয় এবং ছিন্নমূল অসহায় মানুষ কাবু হয়েছেন শীতে। সবচেয়ে বেশী কাবু হয়েছেন বৃদ্ধ এবং শিশুরা। শীত নিবাড়ন করতে উচ্চ বিলাসী মানুষদের গায়ে হরেক রকম গরম কাপড় দেখা গেলেও ঠিক উল্টো চিত্র ছিল ছিন্নমূল সাধারন মানুষের বেলায়। শৈত্য প্রবাহে বীরগঞ্জে হাট-বাজার গুলোতে নতুন কাপড়ের দোকানে ভীড় না থাকলেও পুরাতন কাপড় বিক্রেতাদের দোকানে ভীড় দেখা যাচ্ছে। ফুটপাতের গরম কাপড়ের দোকানে বিত্তবানদের ভীড় সরিয়ে নিমণ আয়ের মানুষদের শীতবস্ত্র ক্রয় করা অনেকটা কঠিন হয়ে দাড়িয়েছে। তারপরেও অনেক চেষ্টার পর স্বল্প দামে পুরনো কাপড় কিনে শীত নিবরন করছে অসহায় নিম্ন আয়ের মানুষ। দর-দামের না কুলাতে পেরে রাসত্মার পাশে খরকুটু দিয়ে আগুন জ্বালিয়ে শীতের তীব্রতা থেকে রক্ষার চেষ্টা করছে অনেকেই। অনেকে আবার তাকিয়ে আছে সমাজের দানবীর বিত্তবান দিকে। ভূক্তভোগী পরিবারগুলির প্রত্যাশা শীঘ্রই সরকার ও ব্যক্তি এবং সংগঠগুলি তাদের পাশে এসে দাঁড়াবে।