
বীরগঞ্জ প্রতিদিন : বীরগঞ্জ এডিপি-ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ১০টি আদিবাসী অতিদরিদ্র পরিবারের মাঝে মোট ৪০টি শূকর ০১/১২/২০১৪ইং তারিখে বিতরন করে। প্রতি পরিবারে ৪টি করে (৩টি স্ত্রী ও ১টি পুরম্নষ শূকর) । শূকর বিতরনের মূল উদ্দেশ্য হচ্ছে অতিদরিদ্র আদিবাসী পরিবারের পারিবারিক আয় বৃদ্ধি করে তাদের জীবন যাত্রার মান বাড়ানো। শূকর বিতরন অনুষ্টানে বীরগঞ্জ এডিপির লাইভলীহুড সিকিউরিটি প্রজেক্টের ম্যানেজার জুলিয়ান বিশ্বাস, প্রজেক্ট অফিসার-কৃষি জগদীশ চন্দ্র রায়, একাউন্টস এন্ড অ্যাডমিন অফিসার তারাসিউস দাস, আইভিডিসি সভাপতি সাজেদুর রহমান বাবু ও উপকারভোগীরা সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে প্রজেক্টের ম্যানেজার জুলিয়ান বিশ্বাস শূকরের লাভজনক দিক তুলে ধরেন এবং শূকর বিতরনের জন্য এডিপির সাথে উপকারভোগীদের কি কি শর্ত থাকবে তা উলেস্নখ করেন। বিতরনের পূর্বে বীরগঞ্জ উপজেলার প্রাণি সম্পদ অফিসের প্রাণি সম্পদ সহকারী জনাব নাসির আহমেদ শূকরের স্বাস্থ্যগত দিক পরীক্ষা করেন ও কিভাবে শূকর পালতে হবে এবং চিকিৎসা বিষয়ে উপকারভোগীদের পরামর্শ দেন । এ মহৎ কাজের জন্য বীরগঞ্জ এডিপি প্রায় ৯৫ হাজার টাকা খরচ করে। বীরগঞ্জ এডিপি আশা করে শূকর পালন করে একদিকে যেমন উপকারভোগীরা আর্থিক ভাবে উপকৃত হবে অন্যদিকে তাদের দেখে অন্য আদিবাসী পরিবারগুলো এই প্রাণি গুলো পালনে উৎসাহিত হবে।