
এন.আই.মিলন, বীরগঞ্জ থেকেঃ বীরগঞ্জে সঞ্চয়িতা শিক্ষা নিকেতনের শুভ উদ্বোধণ অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পৌর শহরের খানসামা রোডের পোষ্ট অফিস সংলগ্ন সমাজ সেবক আলহাজ্ব মকছেদ আলীর বাসায় গত শুক্রবার বিকাল ৪টায় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের প্রচেষ্টায় ব্যক্তিগত উদ্যাগে সঞ্চয়িতা শিক্ষা নিকেতনের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আজিজুল ইমাম চৌধুরী। উদ্ভোধন শেষে বীরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ও সঞ্চয়িতা শিক্ষা নিকেতন প্রাঙ্গণে চেয়ারম্যান জয়ন্ত কুমার ঘোষের এর সভাপতিত্বে শুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, সাবেক এম’পি আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, পৃষ্ঠপোষক মন্ডলীর সদস্য বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব মকছেদ আলী, নির্বাহী সদস্য শামিম ফিরোজ আলম, প্রভাষক রেজাউল করিম শেখ, কামরুল হাসান জুয়েল, মোঃ ইসাছিন আলী বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি তদমত্ম বেলাল হোসেন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়াম্যান ও কৃষক লীগ সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, সাবেক এম’পি আব্দুল হক সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষা নিকেতনের পরিচালক বীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক সেলিম জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে জানায় অষ্টম শ্রেণী হতে একাদশ-দ্বাদশ শ্রেণীর মানবিক ও বিজ্ঞান শাখার ছাত্র/ছাত্রীদের জন্যই সঞ্চয়িতা শিক্ষা নিকেতন প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ মুনাজাত, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।