মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে সমবায় দিবসের র‌্যালী ও আলোচনা সভা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বার সমবায় দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘‘আর্থ- সামাজিক নিরাপত্তায় সমবায়’’ এ পতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্হী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার মো: মোস্তাফিজুর রহমান, সমবায়ী ও অন্যরা। একই দিনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মতিউর রহমানের নেতৃত্বে অনুরুপ ভাবে ‘‘লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’’ এ পতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Spread the love