
বীরগঞ্জ প্রতিদিনঃ বীরগঞ্জে সমাজসেবা ও সচেতনতা সৃষ্টিতে অনন্য অবদান রেখেছে আফতাব উদ্দীন আহম্মেদ ফাউন্ডেশন।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের মসজিদের পবিত্রতা রক্ষায় আফতাব উদ্দীন আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং মসজিদ সংরক্ষণে ধর্মপ্রাণ মানুষকে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে প্রচারাভিযানের পদক্ষেপ হিসেবে সাইন বোর্ড স্থাপন কার্যক্রমের দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন আফতাব উদ্দীন আহম্মেদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসিব আকতার এবং অর্থ সম্পাদক মোঃ আব্দুল মান্নান প্রমুখ।