
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে সমাপনী পরীক্ষা সুষ্ঠাভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্ত্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ২০১৪ ইং সনের সমাপনী পরীক্ষা সুষ্ঠাভাবে পরিচালনা ও সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্ত্ততি মূলক সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক.খ.আলাওল হাদীর সভাপতিত্বে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সহকারী শিক্ষা অফিসার সমরেশ দাস ও বিশেষ অতিথি সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোহসিন আলী, মোছাঃ মমতাজ বেগম, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ নাজিমুদ্দিন সহ কেন্দ্র সচিব ও হল সুপার এবং পরীক্ষাক বৃন্দ। এসময় উপজেলা ২৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।