শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ শিক্ষকের শুন্যপদ পুরনের দাবী

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ শিক্ষকের শুন্যপদ পুরনের দাবী । অভিভাবক ও কর্মরত শিক্ষকেরা দিশেহারা হয়ে পড়েছে।

বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি মাসে কতৃপক্ষ প্রধান শিক্ষক মোছা: আখতারা পারভিন, সহকারী শিক্ষক কমল কুজুর, আলমগির কবীর, হাফেজ রশিদ আলম ও মো:আব্দুর রহিম সহ ৫ শিক্ষককে অন্যত্র বদলী করেছেন। বর্তমানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী, সমাজ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রসায়ন, পদার্থ বিজ্ঞান বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষকসহ ১০টি পদ শুন্য হয়ে যাওয়ার কারনে কর্মরত ১জন মহিলাসহ ৫জন শিক্ষক ষষ্ঠ্য শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যমত্ম প্রতিটি শেণীতে ২টি করে শাখায় ৫২৭ ছাত্রীকে পাঠদান করতে হিমসিম খাচ্ছেন।

প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আহম্মদ শরীফ জানান প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী, ১২জন সহকারী শিক্ষক, পিয়ন ও দপ্তরী সহ মোট ১৭টি পদ প্যাটানে বিদ্যালয়টি ১৯৮২ইং সালে সরকারী করন করা হয়। অফিস সহকারী সহ ১০জন শিক্ষকের পদশুন্য থাকার কারনে প্রতি সপ্তাহে প্রত্যেক শিক্ষকের ১৫-১৬টি ক্লাস স্থলে ৩৫-৩৬টি ক্লাস নিতে হচ্ছে। বিষয় ভিত্তিক শিক্ষক অভাবে যেনতেন ভাবে ক্লাশে ছাত্রী ধরে রাখার জন্য শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে মাত্র। এছাড়াও শিক্ষক সল্পতার কারনে চলমান পরীক্ষা নিতে হিমসিম খেতে হচ্ছে।

সচেতন মহল ও ছাত্রী অভিভাকেরা শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি ও শতভাগ পাশের সুনাম রক্ষার বৃহত্তর স্বার্থে ৫২৭জন ছাত্রীর সোনালী ও উজ্জল ভবিষ্যতের ভিত তৈরীর জন্য দিনাজপুর-১আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের আশু হসত্মক্ষেপে রংপুর বিভাগিয় মাধ্যমিক শিক্ষা উপ-পরিচালকের কাছে জরুরী ভিত্তিতে অফিস সহকারী সহ ১০জন শিক্ষকের শুন্যপদে দক্ষ ও ত্রুটি মুক্ত শিক্ষক প্রদানের জোর দাবী জানিয়েছেন।

Spread the love