
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত রবিবার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রদত্ত সেবা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে নিজপাড়া ইউপি চেয়ারম্যন আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রদত্ত সেবা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অফিসার ড.আবুল কালাম আজাদ, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবেদ আলী, সমাজসেবা অফিসার মতিয়ার রহমান, মহিলা বিষয়ক অফিসার রীতা মন্ডল, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ফেডারেশনের সভাপতি গীতা রানী রায়, মোহনপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি প্রনতী মুর্মু, সুজালপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি বকুল বেগম, আরডিআরএস উপজেলা ব্যাবস্থাপক প্রদীপ কুমার বর্মন, সহ: ব্যবস্থাপক ফারহানা মাহ্মুদ প্রমুখ।