মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে মানব কল্যাণ পরিষদের বার্ষিক মতবিনিময়

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে মানকল্যাণ পরিষদ এমকেপি ঠাকুরগাঁও-এর আয়োজনের সাংবাদিকদের সাথে বার্ষিক প্রেস ব্রিফিং এ অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে দাতা সংস্থা ইউরোপিয় ইউনিয়ন ও সিডা এবং ডিয়াকোনিয়া এর সহযোগীতায় ‘‘ইফেক্টিভ পার্টিশিপেশান ফর ট্রান্সপারেন্ট এন্ড একাউন্টেবল লোকাল গভর্নেন্স-ইপিটিএ এলজি’’ প্রকল্পের আওতায় মানবকল্যাণ পরিষ এমকেপি ঠাকুরগাঁও এর আয়োজনে গতকাল ১১ টায় বার্ষিক প্রেস ব্রিফিং এ বীরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলীর সভাপতিত্বে এবং প্রশিক্ষণ কর্মকর্তা পল্পব সমির এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কোঅর্ডিনেটর নুরম্নন্নাহার খান ইপিটিএএলজি প্রকল্প এমকেপি ঠাকুরগাঁও। প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুবার রহমান অঙ্গুর, বীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মোঃ রইসুল ইসলাম ও মোঃ আব্দুল কাদের ইপিটিএ এলজি প্রকল্পে এমকেপি ঠাকুরগাঁও। প্রেস ব্রিফিং এ সামাজিক অবক্ষয়, বাল্যবিবাহ নিরোধ নারী/শিশু নির্যাতন ও ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষ বিশদ আলোচনা করা হয়। আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন এন.এস.এ সদস্য সন্ধা রানী, মালেকা বেগম, ইউপি সদস্য মেঘনা রায়, লিপি আরা বেগম ও ইউপি সচিব পরিতোষ রায়, সহ ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি/ সম্পাদক বৃন্দ।

Spread the love