
শেখ জাকির হোসেন, ষ্টাফ রিপোর্টার : দিনাজপুরের বীরগঞ্জে সামান্য বৃষ্টিতে পানির নীচে তলিয়ে যায় বেশির ভাগ সড়ক। এ কারণে চরম দুর্ভোগে পড়েছে এলাকার সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী চৌরাস্তা মোড়ে সামান্য বৃষ্টিতেই জমে গেছে হাঁটু পানি। হঠাৎ করে দেখলে এটি বিল না সড়ক তা বুঝায় কষ্টকর। এখান থেকে রংপুর বিভাগের ৪টি জেলা উত্তরে পঞ্চগড়ের দেবীগঞ্জ, পশ্চিমে ঠাকুরগাঁও, পূর্বে নীলফামারী, দক্ষিণে বীরগঞ্জ দিনাজপুরে যাতায়াত করে থাকে। গুরুত্বপূর্ণ এ স্থানটির প্রতি কোন নজর নেই প্রশাসনের।
এলাবাসীর সাথে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই এখানে হাঁটু পানি জমে যায়। এই জলাবদ্ধতা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোন নজর নেই। এখানে পানি বের হওয়ার ব্যবস্থা নেই। মাসখানিক আগে পানি বের হওয়ার জন্যে ড্রেন করা হলেও সেটি মানসম্মত না হওয়ায় মাটি দিয়ে ভর্তি হয়ে গেছে।
শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ডা. কে এম কুতুব উদ্দিন জানান, এলাকাবাসীর অর্থায়নে চৌরাস্তার সড়কটি মেরামত করেন। কিন্তু এতে স্থানীয় সরকারের পক্ষ থেকে কোন বরাদ্দ ছিল না। তিনি বলেন, আগামীতে সরকারি বরাদ্দ পেলে সড়কটি সংস্কারের ইচ্ছা আছে।