বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির সমাবেশ ও পুরস্কার প্রদান

Ngoমীর কাশেম লালু: বীরগঞ্জে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সমাবেশ ও শ্রেষ্ঠ সংগঠনকে পুরস্কার প্রদান করা হয়েছে।

বীরগঞ্জের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় বিআরডিবি আয়োজনে অজুনাহার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে শতগ্রাম ইউপি চেয়ারম্যান ডা.কে এম কুতুব উদ্দিন অর্জুনাহার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি সুলতান আলী ও ম্যানেজার মোঃ আব্দুস সালামের হাতে ২০১২-১৩ অর্থ বছরের পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক সিভিডিপি মোঃ আব্দৃর রশিদ খান, বিআরডিবি (ঢাকা) কম্পিউটার পরিচালক মোঃ আকরাম হোসেন। এছাড়াও মোঃ জাকির হোসেন ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান প্রকল্পের মাঠ সংগঠক মোঃ সাদেকুল ইসলাম, মোঃ হায়াত মাসুদ, মোঃ আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love