
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে গত সোমবার সিংরা জাতীয় উদ্যানে জীব-বৈচিত্র সংরক্ষন সংস্থার কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে, বনরক্ষা সমিতি, ফেডারেশন, পেট্রোল গ্রুরুপ ও ইকো ক্লাবের আয়োজনে, বন বিভাগের সহযোগিতায়, আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে, সিংড়া ফেডারেশন কার্যালয় প্রাঙ্গনে দিনাপুরের বিভাগিয় বন কর্মকর্তা মোঃ আলী কবির প্রধান অতিথি হিসেবে সিংড়া জাতীয় উদ্যানে জীব-বৈচিত্র সংরক্ষন সংস্থার কার্যালয়ের ফলক উন্মোচনের উদ্বোধন করেন। ভোগনগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান পান্নার সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু, ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন ও বিট অফিসার গদাধর চন্দ্র রায়, জীব বৈচিত্র্য প্রকল্প ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, কমিউনিটি অর্গানাইজার মোঃ জাহিদ প্রমানিক ও মাহমুদুল হাসান মুন, চাউলিয়া বনরক্ষা কমিটির সভাপতি আদম মালিক, নত্তডাঙ্গী বনরক্ষা কমিটির সভাপতি রাজিউর রহমান রাজু, মমতাজুল করিম, পেট্রোল বাহিনীর সভাপতি ইউনুছ আলী খোকন সাধারন সম্পাদক ইদ্রিশ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।