মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে সিংড়া শালবন জীব-বৈচিত্র্য সংরক্ষণ সংস্থার বার্ষিক সাধারণ সভা

Singra Forestবীরগঞ্জ সংবাদদাতাঃ বীরগঞ্জে রবিবার সকাল ১১টায় সিংড়া শালবন জীব-বৈচিত্র্য সংরক্ষণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সিংড়া শালবন জীব-বৈচিত্র্য সংরক্ষণ সংস্থার আয়োজনে আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এবং বন বিভাগের বাসত্মবায়নে সিংড়া শালবন জীব-বৈচিত্র্য সংরক্ষণ সংস্থার বার্ষিক সাধারণ সভা এবং দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিংড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভোগনগর ইনিয়নের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান পান্নার সভাপতিত্বে উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ঠাকুরগাঁও রেঞ্জের রেঞ্জ অফিসার মোঃ নিজামত উল্লাহ, আরডিআরএস দিনাজপুরের জেলার কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়ক) তপন কুমার সাহা, প্রকল্প ব্যবস্থাপক আরণ্যক মোঃ শাহাদত হোসেন, কমিউনিটি অর্গানার মোঃ জাহিদ প্রমানিক, সিংড়া শালবন জীব-বৈচিত্র সংরক্ষন সংস্থার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাসেম খোকন, আরডিআরএস আদিবাসী ক্ষমতায়ন প্রকল্প ব্যবস্থাপক (শিক্ষা) প্রদীপ কুমার বর্ম্মন, আরডিআরএস ব্যাবস্থাপক (শষ্য) মোঃ হাসানুজ্জামান, মাঠ প্রশিক্ষক মোঃ নাজমূল হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, চাউলিয়া বনরক্ষা কমিটির সভাপতি আদম মালিক, নত্তডাঙ্গী  বনরক্ষা কমিটির সভাপতি রাজিউর রহমান রাজু, মমতাজুল করিম, পেট্রোল বাহিনীর সভাপতি ইউনুছ আলী খোকন, সাধারন সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ। অনুষ্ঠানে সংগীত ও নাটিকা পরিবেশন করেন আরন্যক ইকো ক্লাবের সদস্যগণ।

Spread the love