সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গতকাল সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলায় আটোয়ারী একাদশ ১-০ গোলে জয়ী হয়েছে।

মাদক হটাও যুব সমাজ এবং ফুটবল বাচাও এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে ইয়ংস্টার ক্লাবের আয়োজনে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘‘ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট’’র ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় আটোয়ারী একাদশ বনাম রামডুবি একাদশ দিনাজপুর অংশ গ্রহণ করে। আটোয়ারী একাদশ ১-০ গোলে রামডুবি একাদশ দিনাজপুরকে পরাজিত করে । ম্যান অফ দি ম্যাচ রুবেলের হাতে ট্রফি তুলে দেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী ও সাংবাদিক কল্যাণ সংস্থার সম্পাদক প্রভাষক নীল রতন সাহা নিপু। খেলা পরিচালনা করেন আবুল কাসেম, আরশাদ মাহমুদ বাবু ও রামেশ্বর রায়।

Spread the love