
মোঃ আবেদ আলী বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গতকাল সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
মাদক হটাও যুব সমাজ এবং ফুটবল বাচাও এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে ইয়ংস্টার ক্লাবের আয়োজনে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘‘ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট’’র শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রাক্তন খেলোয়ারগন । উদ্ধোধনী খেলায় নীলফামারীর ভবানীগঞ্জ বনাম চিরিরবন্দরের রানীরবন্দর অংশ গ্রহণ করে। চিরিরবন্দরের রানীরবন্দর একাদশ ৩-০ গোলে নীলফামারী খেলোয়ার কল্যাণ সমিতিকে পরাজিত করে । খেলা পরিচালনা করেন আক্কাস আলী, আরশাদ মাহমুদ বাবু ও মোঃ আলম।