
বীরগঞ্জ প্রতিদিন : দিনাজপুরের বীরগঞ্জের মরিচা ইউনিয়নের ডাবরা-ডিনেশ্বরী গ্রামের পঞ্চানন রায়ের পুত্র কানাই রায় (৫৫) ডাবরা-ডিনেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী (৬) কে ধর্ষণ করেছে।
গত বুধবার বেলা ২টার বাড়িতে একা পেয়ে ধর্ষক তার নিজ বাড়িতে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ধর্ষিতার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ধর্ষককে আটক করে। ধর্ষিতা স্কুল ছাত্রীটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ধর্ষিতার মা হেলেনা খাতুন জানান, সকালে মেয়েটিকে বাসায় রেখে স্বামীসহ অন্যের ক্ষেতে কাজ করতে যায়। সেখানে প্রতিবেশীরা এসে ঘটনাটি জানায়। তারা বাড়ীতে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীদের সহযোগীতায় মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফ আনোয়ার জানান, শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) কেএম শওকত হোসেন জানান, সংবাদ পাওয়া মাত্র আমি তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে রাতেই ধর্ষিতার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।