সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে স্কুল ছাত্রী শিউলী রানীর আত্মহত্যা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জে গত বুধবার মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রী দানাদার বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের মহেন্দ্রনাথ বর্ম্মনের কন্যা পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী শিউলী রানী বর্ম্মণ (১৫) দুপুরে শোওয়ার ঘরে দানাদার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাকালে গংগানির শব্দ পেয়ে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভার্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। শিউলীর বাবা মহেন্দ্রনাথ বর্ম্মন বাদী হয়ে থানায় নং-২৮(০৯)২০১৪ অপমৃত্যুর মামলা দায়ের করে। এস আই নাজমুল হুদা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। উলে­খ্য আগের রাতে পড়া-শুনা নিয়ে মায়ের সাথে ঝগড়া হয়েছিল বলে পরিবারের লোকেরা জানিয়েছে।

Spread the love