মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

School Canবীরগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ জাতীয় নির্বাচনের আদলে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে পৌর শহরের ১২০ নং মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। নির্বাচন কমিশনার হিসেবে ৫ম শ্রেণীর ছাত্র সুশান্ত রায় একই শ্রেণীর ছাত্র চন্দন চন্দ্র সরকার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ৫ম শ্রেণীর ছাত্র মোঃ রাকিব ইসলাম এবং একই শ্রেণীর মোছাঃ হুমায়ারা আক্তার সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। ৪র্থ শ্রেণীর ছাত্র বিঞ্চু চন্দ্র রায় ও একই শ্রেণীর ছাত্র মোঃ নাঈম ইসলাম, মোছাঃ উমাইয়া আক্তার, মোছাঃ লিজা আক্তার পোলিং অফিসার হিসেবে ছাত্র কেন্দ্র ভোট গ্রহণ করেন। সকাল ৯টা হতে বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত ২টি বুথে ভোট গ্রহণ চলে। ৪২জন ছাত্র এবং ৭৪জন ছাত্রী ভোট প্রদান করে।

নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নিরাপত্তার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্ব নিয়েছেন প্রতিকি র‌্যাব, পুলিশ এবং আনসার ভিডিপির।

বেলা ৩টায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সুশান্ত রায়। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সোলেয়মান আলী, প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক আসমা খানম, অনিমা রানী সরকার ও সঞ্চিতা রায় উপস্থিত ছিলেন। পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন স্থানীয় শিশু সাংবাদিকগণ।

নির্বাচনে বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী মোঃ শহীদুল ইসাম, মোঃ আবু হানিফ, মোছাঃ সম্পা আকতার, মোছাঃ আয়শা সিদ্দিকা, ৪র্থ শ্রেণীর মোঃ মেহেদী হাসান হিমেল, মোঃ বাঁধন ইসলাম, স্বরণী সরকার, মোছাঃ মিম আক্তার, ৫ম শ্রেণীর মোঃ লুৎফর রহমান, মোঃ শাহিনুর ইসলাম, মোছাঃ নাদিয়া আক্তার, মোছাঃ বিজলী আক্তার সহ বিভিন্ন পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে ৭ জনকে নির্বাচিত করার লক্ষ্যে বিদ্যালয় ক্যাম্পাসে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

ভোট গণণা শেষে নির্বাচনের ঘোষিত ফলাফলে জানা গেছে, ৫ম শ্রেণীর ছাত্র শাহিনুর ইসলাম ৭৬ ভোট পেয়ে প্রধান নিবাচিত হয়েছেন। ৪র্থ শ্রেণীর ছাত্র স্বরনী সরকার ৭২ ভোট, ২য় শ্রেণীর ছাত্র আবু হানিফ ৬৫ ভোট, ৫ম শ্রেণীর ছাত্রী বিজলী আক্তার ৬১ ভোট, ৪র্থ ছাত্র শ্রেণীর ছাত্র মেহেদী হাসান হিমেল ৫৭ ভোট, একই শ্রেণীর ছাত্র বাঁধন ইসলাম ৫৬ ভোট, তৃতীয় শ্রেণীর ছাত্রী সম্পা আকতার ৫৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রধান শিক্ষক আবুল কালাম জানান, অবাধ ও নিরপেক্ষভাবে শিক্ষার্থীদের ভোটে একজন প্রধান ও ৬ জন কউন্সিলরের সমন্বয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

Spread the love