বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা

আবেদ আলী বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গতকাল দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়ীতে ঢুকতে বাধা দেওয়ায় ১ম স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে এক স্বামী। উপজেলার সদর থেকে ৪০কিরোমিটার উত্তরে শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের আব্দুল হাই সম্প্রতি গোপনে ২য় বিয়ে করে। ওই দিন ভোর রাত ৩টায় ২য় স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। ১ম স্ত্রী মনোয়ারা বেগম ২য় স্ত্রীকে বাড়ীতে ঢুকতে বাধা দেয়। এতে স্বামী ও স্ত্রী উভয়ের মাঝে বচসা হয়। স্বামী ও স্ত্রীর বচসার এক পর্যায়ে আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে মনোয়ারা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বুকের উপর বসে ধারাল অস্ত্র গলায় বসিয়ে হত্যার চেষ্টা করে। মনোয়ারারা বেগমের আত্ম চিৎকারে তার কলেজ পড়ুয়া ছেলে মোস্তফা কামাল সহ পরিবারের অন্য সদস্যরা আহত মনোয়ারাকে মারাত্বক জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে ভর্তি করে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্ত্ততি চলছিল।

Spread the love