
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জ পৌরসভার ৫নং-ওয়ার্ডের থানাপাড়া এলাকার পল্লী চিকিৎসক ডাঃ হাবিবুর রহমানের স্ত্রী রিফাত শারমীন সোমবার বিকেলে বাড়ীর পাশেই বাবার বাড়ীতে ইফতারের দাওয়াতে যান। রিফাত শারমীন জানান, বাবার বাড়ীতে ইফতারের দাওয়াত পালন করে সন্ধ্যায় বাড়ীতে ফিরে দেখি অজ্ঞাত চোরেরা ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে আলমারীর ড্রয়ার থেকে ৫ ভড়ি ওজনের স্বর্ণালংকার সহ ৩ লক্ষ টাকা চুরি করে পালিয়ে গেছে। পৌর কাউন্সিলর মেহেদী হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ গত মঙ্গলবার সকালে সাতোর ইউনিয়নের প্রাননগর গ্রামে অভিযান চালিয়ে নইম উদ্দিনের ছেলে খাদেমুল ইসলাম (২৮), একই গ্রামের ইয়াছিন আলীর ছেলে ওমর ফারুক (৩৯), মহুগাঁও গ্রামের মুকুন্দ দাসের ছেলে গোবিন্দ দাস (৪৫), চকবানারশী গ্রামের শুকু হাসদার ছেলে বাবুল হাসদা, ভোগডমা গ্রামের আকিম উদ্দিন শাহে্র ছেলে শাহীন বাবু (৩২) ও বসন্তপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে জুলহাস (৩০) কে গ্রেফতার করে জেলা ম্যাজিষ্ট্রেট আদালদে সোপর্দ করেছে।