
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শনিবার স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
গ্রামে চল-দেশ গড় শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে-উপজেলা পরিষদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ সাভার-ঢাকা ও কমিউনিটি ডেভলপমেন্ট এসোসিয়েশন দিনাজপুরের উদ্যোগে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেব মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প বিষয়ে বক্তব্য রাখেন কমিউনিটি ডেভলপমেন্ট এসোসিয়েশন দিনাজপুরের নির্বাহী পরিচালক শাহ ই মবিন জিন্নাহ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা.লায়লা পারভীন বানু, বিশেষজ্ঞ ডা.সফিকুল আলম, বিশেষজ্ঞ ডা.আতাউর রহমান, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু, শতগ্রাম ইউপি চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন, ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দলিল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান প্রমুখ। উদ্বোধনী মেডিকেল ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক চম্পক দেব নাথ।