
শেখ মো. জাকির হোসেন, ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বীরগঞ্জে পিক্যাব ভ্যান-মটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে মোঃ শাফি (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সেনা সৈনিক মোঃ খালেদ হাসান (৩৫) এবং মা মোছাঃ রেজভী আকতার সোমা (২৪) গুরুহ্বর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত আহতদের বাড়ী পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সুন্দর ডিগ্রী ইউনিয়নের হাজেরা ডাঙ্গা সতের ঘর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুর ১ টার উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালীর মেলা গোল্লার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান জুয়েল জানান, খালেদ হাসান স্ত্রী ও ছেলে কে নিয়ে নিজ বাড়ী হতে মটর সাইকেল যোগে ঠাকুগাও আত্মীয়ের বাসায় যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালীর মেলা গোল্লার মোড় নামক স্থানে বিপরীত মুখী পিক্যাব ভ্যানের সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই শিুশু মোঃ শাফি মারা যায়। আহত হয় শিশুর পিতা খালেদ হাসান এবং মা মোছাঃ রেজভী আকতার সোমা। তাদের কে গুরুত্বর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খালেদ হাসান একজন সেনা সৈনিক বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন পিক্যাব ভ্যানটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।