বীরগঞ্জে গত মঙ্গলবার রাত ৯টায় হঠাৎ শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির স্থায়িত্ব ছিল প্রায় আধা ঘন্টা। হঠাৎ শুরু হওয়া বৃষ্টির কারণে সাধারণ চরম দূর্ভোগে পড়েন।তেমন কোন বৃষ্টির প্রস্তুতি না থাকায় অনেকে ভিজে গেছেন। তবে এই বৃষ্টিতে চরম ক্ষতি হয়েছে গাছে থাকা আম ও লিচু সহ অনেক ফলের মুকুল ঝরে গেছে। এ কারণে এবার ফল ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা আছে। আগামী মেৌসুমে ফলের উৎপাদন কমে যেত পারে এবং মূল্য বৃদ্ধি সম্ভবনার হতে পারে।