বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে হত্যা মামলার আসামী রিমান্ডে। আরও ২ জন গ্রেফতার

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বুধবার পুলিশ রিমান্ডে খুনিদের তথ্যের ভিত্তিতে আরো ২খুনিকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ : ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার মরিচা ইউনিয়নের মাহাতাবপুর আশ্রায়ন কেন্দ্রের নুর ইলামের পুত্র অটবাইক চালক সাজু (২৫) কে গোলাপগঞ্জ বাজার থেকে ভাড়া করে ঠাকুরগাও নিয়ে যাওয়ার পথে একই উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মদাতীহাটের অনতিদুরে হাড়িপুকুরের ধানক্ষেতে হত্যা করে অটোবাইক নিয়ে পালিয়ে যায়। পুলিশ গত ৪অক্টোবর অটবাইক চালক সাজুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহত অটোবাই সাজুর মা সাফিয়া বেগম বাদী হয়ে সাজুর অটোবাইক ভাড়া গ্রহনকারী ২জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে যারনং-০১(১০)২০১৪।

এজাহার নামীয় আসামীদ্বয় দীর্ঘ দুইমাস আত্মগোন করে থাকার পর ৩০ নভেম্বর দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আত্ম সর্ম্পন করে জামিনের আবেদন করলে খুনের মামলার এজাহার নামীয় আসামী কোনপাড়া গ্রামের কিনা মোহাম্মদের ছেলে জামিনুর রহমান (২৯) ও একই গ্রামের ইদ্রিশ আলীর পুত্র দীন ইসলাম (৩১)কে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। সংবাদ পেয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই লুৎফর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীদের তথ্যের ভিত্তিতে রাতেই উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার উত্তরে কোনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তছলিম উদ্দিনের পুত্র মেরাজ উদ্দিন (৪১) ও একই গ্রামের শুক্রু মোহাম্মদের পুত্র বজলার রহমান (৪৯) গ্রেফতার করে ১০ দিনের রিমান্ডের আবেদন সহ দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) কেএম শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান প্রকৃত খুনিরা কোন ভাবেই ছাড় পাবে না, শাস্তি তাদের পেতেই হবে।

Spread the love