এএইচএম রফিকুল ইসলাম জুয়েল : দিনাজপুরের বীরগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী মোঃ মোতালেব হোসেন (৪৮) এবং তার স্ত্রী মোছাঃ হোসনে আরা (৩৫) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
মোঃ মোতালেব হোসেন উপজেলার মরিচা ইউনিয়নের বাদলা পাড়া গ্রামের মোঃ তাহের উদ্দিনের পুত্র।
রবিবার দুপুর ২টায় উপজেলার সাতোর ইউনিয়নের সিংড়া শালবন এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
বীরগঞ্জ থানার এএসআই মশিউর রহমান জানান, ২০১৪সালের মে মাসে মুরগী নিয়ে বিরোধের জের ধরে নিজ ছোট ভাই মোঃ নজরুল ইসলাম (৩৫)কে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী মোছাঃ শরিফা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় ৪জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামী মোতালেবের পুত্র মোঃ হাসান আলী (২৩) জেল হাজতে রয়েছেন। মামলার অপর আসামী মোতালেব তার স্ত্রী মোছাঃ হোসনে আরা, অপর পুত্র হুসেন আলী (২৫) দীর্ঘ ধরে পলাতক রয়েছেন। রবিবার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতোর ইউনিয়নের সিংড়া শালবন এলাকা থেকে পলাতক আসামী মোঃ মোতালেব হোসেন (৪৮) এবং তার স্ত্রী মোছাঃ হোসনে আরা (৩৫)কে আটক করে।
বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অপর পলাতক আসামী হুসেন আলী (২৫) কে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।