বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে হত দরিদ্র শিশুদের মাঝে কম্বল ও ছাতা বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তর জনপদের জেলা শহর দিনাজপুর। ঋতু পরিবর্তনে খেলায় দিনাজপুরে শীত ধেয়ে আসছে। দিনে তাপমাত্রা বেশী থাকলেও রাতে নেমে আসে শীতের আমেজ। ভোর রাতে বেড়ে যায় শীতের তীব্রতা। প্রকৃত এই খেলায় বিভিন্ন রোগে আক্রামত্ম এই জনপদের শিশুরা। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ভুগেন সর্দি জ্বর ও কাশিতে। তাদের নিরাপদ রাখার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।Dinajpur World Vison Photo

এই উদ্যোগের অংশ হিসেবে উপজেলার পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহনপুর ইউনিয়ন এবং পৌর শহরে সংস্থার নিবন্ধিত হত দ্ররিদ্র ৫শত ৫২জন শিশুর মাঝে ১টি করে কম্বল ও ৪শত ২৮জন শিশুর মাঝে ১টি করে ছাতা বিতরণ করেছেন। যা শিশুদের রোদ ও শীত থেকে রক্ষা করবে।

সোমবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ সিনিয়র এডিপি ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড বীরগঞ্জ পৌর শহরের কুমার পাড়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করে। একযোগে উলেস্নখিত ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে উক্ত সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিল, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরম্নল ইসলাম মাষ্টার, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহমত্ম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি কর্মকর্তা শ্যামল মন্ডল, মৌরশী লীমা ঘাগ্রা, সঞ্চয় পিউরিফিকেশন, পারম্নল বেগম, রিঞ্জন বর্মন, জগদিশ রায়, আলোবতি সরেন প্রমুখ।

Spread the love