রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে হাইব্রিড কাবেরী ভূট্টার কৃষক মাঠ দিবস

মীর কাসেম লালু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার সকাল ১১টায় রাসেল সিড কোম্পানীর হাইব্রিড কাবেরী ভূট্টার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷

উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে ভারতের বিখ্যাত বীজ উত্পাদন কারী প্রতিষ্ঠান কাবেরী সিড কোঃ লিঃ এর বাংলাদেশে ্‌এক মাত্র আমদানী কারক প্রতিষ্ঠান রাসেল সিড লিমিটেডের আয়োজনে কৃষক মোঃ গোলাম মোস্তফার প্রদর্শনী প্ল­টে হাইব্রিড কাবেরী ভূট্টার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসেল সিড কোঃ লিঃ কান্টি ডিরেক্টর মোঃ তোসাদ্দেক হোসেন (লিটু), উদ্যোক্তা কৃষক মোঃ গোলাম মোস্তফা ৷ আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ উদ্বুদ্ধ করণের লক্ষ্যে উপস্থিত কৃষকদের সাথে নিয়ে প্রদশর্নী প্ল­ট পরিদর্শন করেন৷ এখানে কৃষককেরা অন্য জাতের ভূট্টার সাথে হাইব্রিড কাবেরী ভূট্টার তুলনা মূলক পার্থক্য পরীক্ষার করে দেখতে পান কাবেরী হাইব্রিড ভূট্টার ফলন বেশী, দানা বড় এবং প্রাকৃতিক দুর্যোগে সহজে ভেঙ্গে পড়ে না৷ বিষয়টি জানতে পেরে কৃষকেরা আগামীতে এ জাতের ভূট্টা চাষের আগ্রহ প্রকাশ করে৷ এ সময় উচ্চ ফলনশীল হাইব্রিড কাবেরী ভূট্টার বিষয়ে কৃষকদের বিস্তারিত তথ্য প্রদান করেন রাসেল সিড কোঃ লিঃ এর বীরগঞ্জ আঞ্চলের মার্কেটিং অফিসার মোঃ মেহেদী হাসান ৷ তিনি জানান, উচ্চ ফলনশীল হাইব্রিড কাবেরী ভূট্টার বাম্পার ফলনের কারনে কৃষকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে৷ এই ভূট্টার গাছ সহজে ঝড়ে ভেঙ্গে পড়ে না৷ ফলের রং স্বণের্র মত উজ্বল৷ প্রতিটি মোচা এক সমান৷ মোচাটি খোসা দ্বারা আবৃত হওয়ার কারণে বৃষ্টির পানি প্রবেশ করে না৷ফলে পঁচে যাওয়ার সম্ভবনা কম৷ প্রতিটি মোচায় দানার পরিমাণ বেশী তাই ফলনও বেশী৷ এই হাইব্রিড কাবেরী ভূট্টার কৃষকদের কাছে পরিচয় করে দিতে আমাদের আজকের এই প্রয়াস৷

প্রদর্শনী প্লটের কৃষক মোঃ গোলাম মোস্তফা বলেন, আমি ২ একর জমিতে হাইব্রিড কাবেরী ভূট্টা চাষ করি৷ এতে আমার ফলন হয়েছে একরে ১৪০ মন৷ এই ভূট্টা চাষে বীরগঞ্জ এলাকার কৃষকদের মাঝে ব্যাপক উত্সাহ লক্ষ্য করা গেছে৷