সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে হেলথ কেম্পেইন ২শত শিশুর শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্নয়

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে গতকাল হেলথ কেম্পেইন বিনামুল্যে ২শত শিশু শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্নয় : মশারী পেষ্ট ও ব্রাশ বিতরন করা হয়েছে।

বীরগঞ্জ সিডিপি গুড নেইবার্স বাংলাদেশ ও এলজি’র যৌথ আয়োজনে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চকলক্ষিপুর সরকারী প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৩জন এমবিবিএস, হেলথ এসিটেন্ট ও ২০জন ভলেন্টিয়ারের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম ওইদিন সকাল ৯টায় থেকে দুপুর ১টা পর্যন্ত হেলথ কেম্পেইনে বিনামুল্যে ২শত শিশু শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্নয় করা হয় ও প্রত্যেক শিশু শিক্ষার্থীকে মুশারী, পেষ্ট ও ব্রাশ প্রদান করা হয়। এ ছাড়াও ২০জন মা ও শিশুর হেলথ চেকআপ করা হয়েছে।

বীরগঞ্জ সিডিপি গুড নেইবার্স প্রকল্প ব্যাকস্থাপক চন্দন বণিকের সভাপতিত্বে হেলথ কেম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রীতা মন্ডল। ঢাকা থেকে আগত স্বাস্থ্য বিষয়ক টিম লিডার সবুর বাক সাম, কোরিয়ান ভলেন্টিয়ার মিস সখি, স্থানীয় গনমাণ্য ব্যাক্তিবর্গ।

Spread the love