
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৮ দল এবং বিজিবি সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক জন আহত হয়েছে। আহতরা হলেন-পৌর শহরের মৃত ডা. মসলেম উদ্দিনের পুত্র কবিরাজ হাট শাখা জনতা ব্যাংকের কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম (৫৫) ব্যাংকে কর্মরত অবস্থায় আহত হন, ভোগনগর ইউনিয়নের পূর্ব চাউলিয়া গ্রামের মৃত আতিকুলস্নাহর পুত্র মোঃ সুলতান (৫০), এলাইগাঁও গ্রামের রবিউল ইসলামের পুত্র মোঃ শামীম (২৫), বিজয়পুর গ্রামের মোঃ হাসান আলীর পুত্র ডা. রাশেদুল ইসলাম (৩৪)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ১৮দল একটি মিছিল বের করে। এ সময় পঞ্চগড়গামী বিজিবি বহনকারী কয়েকটি বাসে মিছিলকারীরা হামলা চালায়। বিজিবি হামলাকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাটি চার্জ পরে গুলি বর্ষণ করে। আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আহত সুলতাল এবং শামীমকে আশংকাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে সেনা টহল দিতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে রাত ৯টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটে জামায়াত-শিবির মিছিল বের করে। এসযয় আওয়মীলীগের নির্বাচনী কার্যালয় এবং আওয়মীলীগ সমর্থিত নেতাকর্মীদের দোকান ভাংচুরের ঘটনা ঘটে। ঘন্টাখানের পর আওয়মীলীগ নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় বিএনপি-জামায়াত সমর্থিত নেতাকর্মীদের দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের কথা পুলিশ স্বীকার করলেও আহত হওয়ার বিষয়টি জানাননি।