মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার ভোররাতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই সুশান্ত, বোরহান, মতিন, মাসুদ রানা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতগ্রাম ইউনিয়নের বড় করিমপুর গ্রামে অভিযান চালিয়ে মকছেদ আলীর পুত্র ইউনিয়নের আনিছুর রহমান (৪০) ও সুজালপুর ইউনিয়নের স্লুইজগেট এলাকার জাকির হোসেনের পুত্র তুফানু (৪৫)কে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানিয়েছে তাদেরকে দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ, ব্যালট পেপার ও ভোট বাক্স ছিনতাইয়ের ঘটনার মামলায় সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।