
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : বীরগঞ্জে গত বৃস্পতিবার কৃষক ফাউন্ডেশনের ২৪০জন চাষী’র মাঝে বিনামুল্যে খরা সহিঞ্চু ব্রি-৫৬ ও ৫৭ জাতের ধান বীজ বিতরন করা হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের আয়োজনে বীরগঞ্জ লাটেরহাট ফেডারেশন মিলনায়তনে মোহনপুরের ১২০জন বোচাগঞ্জের ধনগাঁও ৭০জন ও জেলা সদরের ৫০জন সহ ২৪০জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৩৩ শতক জমির বিপরিতে ৫কেজি হারে প্রায় ৮০ একর জমির বিপরিতে এক হাজার ২শত কেজি খরা সহিঞ্চু ব্রি-৫৬ ও ৫৭ জাতের ধান বীজ বিনামুল্যে কৃষক ফাউন্ডেশনের চাষীদের মাঝে বিতরন করা হয়। বীরগঞ্জ লাটেরহাট ফেডারেশন মিলনায়তনে বিনামুল্যে খরা সহিঞ্চু ব্রি-৫৬ ও ৫৭ জাতের ধান বীজ বিতরন করেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের কৃষি অফিসার সৈয়দা নাজমা পারভিন। এ সময় বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, মোহনপুর কৃষক ফোরামের সভাপতি কল্পনা সরেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু ও মোহনপুর ইউপি সদস্য মোঃ রইছুল ইসলাম সহ কৃষক ফোরমের কৃষক-কৃষানীগন উপস্থিত ছিলেন।