বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ২৫ একর সরকারী জমি ভুমিদস্যুদের দখলে

মীর কাসেম লালু : বীরগঞ্জে ২৫ একর সরকারী জমি   ভুমিদস্যুদের দখল থেকে উদ্ধার করে আশ্রায়ন কেন্দ্র নির্মানের দাবী জানিয়েছে এলাকার ভূমিহীনরা।

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের ভূমিহীনদের এক অভিযোগ সুত্রে জানা গেছে, করতোয়া ও আত্রাই নদীর শাখা ঢেপা নদী তার নাব্যতা হারিয়ে। কদমতলা খেয়াঘাট থেকে ২৫ একর চর জেগে উঠে। আমাদের স্বাধীনতা অর্জনের পর থেকে কাজল গ্রাম সংলগ্ন ঢেপানদীর পূর্বতীরে প্রায় ২৫বিঘা জমিতে এলাকার উঠতি বয়সের যুব সমাজ পিকনিক, ফুটবল, হাডুডু, দাড়িয়া বান্ধা, চি-বুড়ী, কানা-মাছিসহ দেশীয় বিভিন্ন খেলা করে চিত্ত বিনোদন করে আসছিল। হঠাৎ একদিন ফুটবল খেলা নিয়ে দুপক্ষের মাঝে মারামারি হয়। মারামারি ঘটনার পর কাজল গ্রামের আতাউর রহমান, রফিকুল ইসলাম, মনোহর চন্দ্র রায়, আব্দুল আজিত ও রশিদুল ইসলাম সহ অন্যরা বলখেলার মাঠসহ ৫০বিঘা সরকারী খাস জমি দখল করে আম-জাম, কাঠাল-লিচু, মেহগনি, আকাশ মনি, ঘোড়ানিম, লম্ভুগাছসহ ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির হাজার হাজার গাছের সমাহারে বাগানের পর বাগান শোভা পাচ্ছে সরকারী খাস জমিতে। ভোগ করছে ভুমিদস্যুরা। অভিযুক্ত রহিদুল হকের পুত্র আতাউর রহমানের সাথে সাক্ষাত করা হলে তিনি জানান অতেন রায়, সুধীর রায়, আবু রায়হান ও সফিকুল ইসলামের কাছে সাড়ে ৩ লক্ষ টাকা ব্যায় করে পজেশন ক্রয় করেছি। অন্যদের মত সরকারী জমি জোর করে দখল করিনি। আমার বৈধ কাগজ আছে। আশ্রায়ন কেন্দ্র করা হলে প্রয়োজনে ৪বিঘা জমি সরকারের হাতে তুলে দিব। তবে একই মৌজায় সত্য মানিকপীরের নামীয় ৮দশমিক ৭৮ একর জমি ৫০বছর ধরে ২টি পরিবার ভোগ করছে। তিনি পীরের জমি উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

কাজল গ্রামে গিয়ে, মো: সেলিম, মাজেদুর রহমান, মাহাবুবর রহমান, রহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, আব্দুস সালাম, শরিফ উদ্দিন, মাসুদ রানা, সোলেমান আলী, হামিদুল ইসলাম ও রাজা সহ অনেক গ্রামবাসি দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জনশীল গোপালের আশু হস্তক্ষেপে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসারের মাধ্যমে জরিপ পরিচালনা করে আশ্রায়ন কেন্দ্র নির্মানের প্রস্তাব প্রেরনের জন্য জোর দাবী জানান।

পাল্টাপুর ইউপি সদস্য মো: রুস্তম আলী ঘটনার সত্যতা নিশ্চীত করে জানান আশ্রায়ন কেন্দ্র নির্মান করা হলে কয়েক শত ভুমিহীন মানুষ মাথা গোজার ঠাই পাবে ও সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে।

Spread the love