দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে তাপস রায় (৩২) নামে ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার তাপস উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলী গ্রামের মহেন বর্মনের পুত্র।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেউলী বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
বীরগঞ্জ থানার এএসআই মোঃ জাকারিয়া জানান, তাপস রায় ২০১০ সালের একটি নারী নির্যাতন মামলার ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন সাজপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।