বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বুধবার ভোরে ৩ ভ্যান চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পঞ্চগড় জেলা সদরের মাটিয়াল বাড়ী গ্রামের মৃত আফর আলীর পুত্র মোঃ শফিক (২৬), মোঃ মনতাজ আলীর পুত্র মোঃ রাজু (১৯), নীলফামারী জেলার গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনীয়া পাড়া হাজিগঞ্জ গ্রামের মোঃ মাজম আলীর পুত্র মোঃ ফারুক হোসেন (১৯)।
থানা সূত্রে জানা যায়, উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে একদল চোর প্রবেশ করে ঘটু মোহাম্মদের পুত্র মোঃ মোসলেম (৬০) এর বাড়ী থেকে ৩টি ভ্যান, নেন্দ বাউয়ের পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩০) এর বাড়ী থেকে ১টি ভ্যান, মোঃ রাজা মিয়ার পুত্র মোঃ আফসার আলী (৩২) এর বাড়ী থেকে ১টি ভ্যান নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে বাড়ির লোকজন চুরির বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ভাবে পুলিশকে জানান। পুলিশ দশমাইল মোড় হতে ২টি ভ্যান সহ ৩ জনকে আটক করে। এ সময় একজন পালিয়ে যায়। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক কাহারোল উপজেলার বটতলা গ্রামের খইবর রহমানের বাড়ী হতে আরো দুইটি ভ্যান উদ্ধার করেছে পুলিশ।