রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ৪৪বোতল ফেন্সিডিলসহ এক যুবক আটক

দিনাজপুরের বীরগঞ্জে ৪৪বোতল ফেন্সিডিলসহ মো. জুলফিকার হোসেন (২৪) নামে এক মটর সাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। এ সময় মটর সাইকেল মালিক বীরগঞ্জ পৌর শহরের হোমিও চিকিৎসক মো. মাহামুদুল হাসান পাপ্পু (২৮) মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। আটক জুলফিকার উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মো. রফিকুল ইসলামের পুত্র। পলাতক মাহামুদুল হাসান পাপ্পু পৌর শহরের হোমিও চিকিৎসক আলহাজ্ব পানা উল্লাহর পুত্র। দুপুর ১টায় বীরগঞ্জ থানার সামনে থেকে পুলিশ মটর সাইকেল সহ উক্ত ফেন্সিডিল আটক করে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুলফিকার কে একটি ডায়াং-১০০সিসি মটর সাইকেল সহ আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ২৫ বোতল এবং মটর সাইকেলের ভিতর থেকে ১৯বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় মো. মাহামুদুল হাসান পাপ্পু নামে এক যুবক পালিয়ে যায়।

Spread the love