শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ৪ নেতার মৃত্যুতে শোক

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জ গত শুক্রবার জাতীয় পার্টির ৪ নেতার মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে মিজানুর রহমানের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সমপ্রতি উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম-আলহাজ্ব নজরুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মরহুম-মোঃ সোলেমান আলী, গোলাপগঞ্জ শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম-জয়নাল আবেদীন ভুট্টু ও মরহুম-মোঃ আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। সভায় উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, হাসান মোঃ নিজামদ্দৌলা মতি, নাজমুল ইসলাম মিলন, হাবিবুর রহমান ঢালী, জয়নাল আবেদীন পাটোয়ারী, নজরুল ইসলাম, হবিবর রহমান হবি, ছকিম উদ্দিন আহাম্মেদ, হাফেজ মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলাম, আজিজুল ইসলাম, দুলাল হোসেন, আজগর আলী, আব্দুল মান্নান, দুলাল, হানিফ, রতন, আদ্দেজ আলী, মাহাবুব আলম ও নিহাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । সভায় জাতীয় পার্টিকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন সিদ্ধান্ত হয়।