
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ দিনাজপুরের বীরগঞ্জের ৪ বছরের ১ শিশুকে বাড়ীতে ডেকে নিয়ে শ্লীলতাহানীর ঘটনা ঘটায় ১ বৃদ্ধ, স্থানীয় যুবক মামলা করতে বাধা। অবশেষে ১২ দিন পর অভিযোগ।
উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া (খতিপাড়া) গ্রামের মৃত বিশু মোহাম্মদের পুত্র আব্দুল আজিজ (৫০) গত ৬ মার্চ বিকালে প্রতিবেশী শফিকুল ইসলাম টিপু-র ৪ বছরের ১ কন্যাকে পেয়ারা দেওয়ার কথা বলে বাড়ীতে ডেকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। শিশুটির গংগানীর শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট আব্দুল আজিজ পালিয়ে যায়। শিশুটির পিতা স্থানীয় সমাজ ও জন প্রতিনিধিদেরকে ঘটনাটি অবহিত করলে তারা আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেয়।
সংবাদ পেয়ে এ প্রতিনিধি গতকাল সরজমিনে গেলে টিপু জানায়, প্রতিবেশী মৃত হাজির উদ্দিনের পুত্র শাহিনুর ইসলাম সহ ২/৩ জন আপোশের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধা দেয়। সে ও তার পরিবারবর্গ বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছে বলেও দাবী করেন। অপর দিকে এলাকাবাসী জানায় আব্দুল আজিজের বিরুদ্ধে পূর্বেও ধর্ষনের অপরাধে মামলা হয়েছিল। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে লম্পট আব্দুল আজিজ পালিয়ে যাওয়ায় তার সংঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এসময় আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংবাদ সোসাইটির কর্মি পরিচয় দান কারি শাহিনুর সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
এ ব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যন ডা. কে.এম কুতুব উদ্দিন জানায়, ঘটনাটি আমি শুনেছি অনেক পরে। তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছি। তবে অন্যায়কারীর বিচার হওয়া দরকার। অবশেষে ঘটনার ১২ দিন পর শিশুটির পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।