
বীরগঞ্জ প্রতিনিধিঃ দারিদ্রতা দূরীকরনে, সঞ্চয় অভ্যাস তৈরী ও স্থায়ীভাবে স্বনির্ভর হওয়ার জন্য বীরগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বীরগঞ্জ বেইস মিতালী প্রশিক্ষণ সেন্টারে ৫ দিন ব্যাপি সঞ্চয় , তহবিল ব্যবস্থাপনা, নেতৃত্ব ও দ্বন্দ নিরসন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষ হবে আগামী ২০ অক্টোবর।
প্রশিক্ষন উদ্বোধন করেন বীরগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর সিনিয়র এডিপি ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড। এ সময় উপস্থিত ছিলেন পারম্নল বেগম-প্রজেক্ট অফিসার, নিরঞ্জন বর্মন-প্রজেক্ট অফিসার এবং ইদ্রিস আলী সিনিয়র প্রশিক্ষক ও সামসুন নাহার প্রশিক্ষক প্রশিক্ষকা বেসরকারী উন্নয়ন সংস্থা প্রশিক্ষকা।
বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সমন্বিত গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন। উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করবেন বেসরকারী উন্নয়ন সংস্থা প্রশিক্ষিকা।