
এন.আই.মিলন, বীরগঞ্জ থেকেঃ- দিনাজপুরের বীরগঞ্জে ৭১ এর ঘাতক দালাল নিমূল কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রকৃতিতে মোমবাতি জ্বালিয়ে শহীদের স্মারণ করেন।
১৯৭১ সালের পাকহানাদার বাহিনীর নির্মম অত্যচারের স্বিকার নিহতদের স্বারণে ৭১ এর ঘাতক দালাল নিমূল কমিটি বীরগঞ্জ উপজেলা শাখার আহববায়ক মোস্তাক শামীম বিপ্লব (বড়দা)র নেতৃত্ব উপজেলা পরিষদ চত্তেরে রাত্রি ৯ টায় শহীদ মিনার সংলগ্নে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রকৃতিতে মোমবাতি জ্বালিয়ে শহীদের শ্রদ্ধা নিবেদন করে শহীদের রুহের আত্মতার মাগফেরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, সতীশ চন্দ্র বর্মন, রজিবুল ইসলাম, জয় প্রকাশ, রানা, বাবন, ইদ্রিস আলী, রুবেল, রয়েল, সাগর মহন্ত, দিন ইসলাম প্রমুখ।