
এফ রহমান বাবু, স্টাফ রিপোর্টার : দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চেয়েছিল তারা আজ ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পড়ালেখা করে জীবনকে ঠিকমত গড়ে তুলতে হবে। কোন অসৎসঙ্গ দ্বারা তোমাদের জীবন যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। ছেলে-মেয়েরা যেন জীবন শুরু করার আগে তাদের জীবন নষ্ট না করে ফেলে সেদিকে অভিভাবকদেরও দৃষ্টি রাখা প্রয়োজন।
৯ নভেম্বর রোববার রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এ কথা বলেন। ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ নং শতগ্রামের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, বীরগঞ্জ থানার ওসি শওকত হোসেন, ঝাড়বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সরকার। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ইয়াছিন আলী প্রমুখ।
নবীন বরণ অনুষ্ঠান শেষে মহবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।