
দিনাজপুর থেকে শামীম রেজা: ১৯ দলের মনোনীত প্রার্থী এ্যাড. আলহাজ্ব মফিজউদ্দিন আহমেদ চৌধুরীকে সমর্থন জানিয়ে বীরগঞ্জ উপজেলা সভাপতি মনজুরুল ইসলাম মনজু উপজেলা চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারের নিকট তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, থানা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস হোসেন মন্ডল, সহ-সভাপতি এরশাদুল হক, পেৌর বিএনপির সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), ছাত্রদলের সভাপতি মুজাহিদুল ইসলাম মাজু, থানা ছাত্রদলের সাধারন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল প্রমুখ।
মনোনয়পত্র প্রত্যাহারের বিষয়ে মনজুরুল ইসলাম জানান, বীরগঞ্জ উপজেলা থেকে ১৯ দলের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আলহাজ্ব মফিজউদ্দিন আহমেদ চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে তিনি মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। ১৯ দলের সকল নেতৃবৃন্দ তার বিজয়ী হওয়ার লক্ষে কাজ করবো।