
মো: মোস্তাফিজুর রহমান পাবেল: দিনাজপুরে প্রতিবছরের ন্যয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহন করে বীরগঞ্জ উপজেলা প্রথম স্থান অজর্ন করেছে।
তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪ অংশ গ্রহন করেন ১৩টি উপজেলা সহ মোট ৪৩টি প্রতিষ্ঠান। সকল উপজেলা ও প্রতিষ্ঠানকে ছাড়িয়ে শীর্ষ স্থানটি দখল করে বীরগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাগনের সুন্দর উপস্থাপনা, বচন ভংগী এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন কলা কৌশল বীরগঞ্জ উপজেলাকে এই স্থানে নিয়ে গেছে। মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আহমদ শামীম আল রাজী। বীরগঞ্জ উপজেলার পক্ষে পুস্কার গ্রহন করেন উপজেলা নিবার্হী অফিসার জনাব মো: আবু জাফর । পুরস্কার বিতরনী শেষে উপজেলা নিবার্হী অফিসার জনাব মো: আবু জাফর বীরগঞ্জের সকল উদ্যোক্তাদের ও উপজেলা ই-সেন্টারকে অভিনন্দন জানান এবং সকলকে নিষ্ঠার সহিত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে কাজ করার পরামর্শ দেন।