বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মোঃ আমিনুল ইসলামের শপথ গ্রহণ।

Aminulবীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমিনুল ইসলাম গত বৃহস্পতিবার শপথ গ্রহণ। রংপুর বিভাগীয় কমিশনার এ শপথ বাক্য পাঠ করান। এ সময় কয়েক হাজার দলীয় নেতাকর্মীরা তার সাথে রংপুরে যান। সন্ধ্যায় বীরগঞ্জ দলীয় কার্যালয়ে যুবলীগের পক্ষে উপজেলা যুবলীগৈর সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ সরকার, মহিলা আওয়ামীগের পক্ষে সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর অনিতা রায়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রোকনুজ্জামান বিপস্নব ফুল দিয়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামকে বরণ করে নেয়।

২৭ ফেব্রম্নয়ারী অনুষ্ঠিত বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম ৫১হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হন।