সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ এক মাদক কারবারির ৩মাসের কারাদণ্ড

মো.রসিদুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার :দিনাজপুরের বীরগঞ্জে নেশা জাতীয় ট্যাবলেট সহ মোঃ আল-আমিন (৩৮)নামে এক মাদক কারবারির ৩মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মোঃ আল-আমিন উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মোঃ রহিম উদ্দিনের ছেলে।
শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ফজলে এলাহী ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।
এর আগে নিজ বাড়ি হতে তাকে নেশা জাতিয় দ্রব্যসহ আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।
Spread the love