
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার বীরগঞ্জ ডিগ্রী কলেজের বার্ষিক দোয়া মাহফিল, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক দোয়া মাহফিল, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগীতা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ খয়রম্নল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ ডিগ্রী কলেজ গভনিং বডির সভাপতি মোঃ আবু জাফর। বক্তব্য রাখেন কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, প্রভাষক মোঃ আমিনুল ইসলাম মিন্টু, কলেজ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আলহাজ্ব মোঃ ফারম্নক হোসেন, মোঃ আব্দুল ওয়াহেদ মিয়া, সাবেক অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন। শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।