
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ গত মঙ্গলবার বীরগঞ্জ ডিগ্রী কলেজ আয়োজিত শিক্ষাদানে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ ডিগ্রী কলেজ আয়োজিত কলেজ মিলনায়তনে শিক্ষদানে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান, দিনাজপুর মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোজাম্মেল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনোরঞ্জন রায়। উপস্থিত ছিলেন বীরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায়।
উক্ত দিনব্যাপী কর্মশালায় ৫৫জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।