
বীরগঞ্জ প্রতিদিন : গত শনিবার সকালে বীরগঞ্জ থানা মসজিদের দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
থানা ক্যাম্পাস চত্বরে অবস্থিত জামে মসজিদের দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) মোঃ আরমান হোসেন পিপিএম, ওসি (তদন্ত) মোঃ হাবিবুল হক প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আজগর আলী শাহ, আলহাজ্ব মাইন উদ্দিন, আলহাজ্ব সোলায়মান আলী, আলহাজ্ব মকছেদ আলী মিয়া, আলহাজ্ব ডা. মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব মোস্তাক আহম্মেদ, মোঃ ইয়াকুব হোসেন বাবুল, আলহাজ্ব আমিরুল বাহার, আলহাজ্ব গোলাম আজম কাজল প্রমুখ।