
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ গত মঙ্গলবার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩ বছরের সাজাপ্রাপ্ত সহ ৮ পলাতক আসামী গ্রেফতার করে জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই সুশামত্ম কুমার সরকার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ওই দিন ভোরে উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার উত্তরে শিবরামপুর, মোহনপুর ও শতগ্রামসহ ৩টি ইউনিয়নে যথাক্রমে দেউলী, ভগিরপাড়া, কাসিমনগর গ্রামে অভিযান চালিয়ে যৌতুক মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মহিন চন্দ্র বর্ম্মনের পুত্র তাপস চন্দ্র নর্ম্মন (২৬) হামিদুল ইসলাম (৫০), পুত্র তরিকুল ইসলাম (২৫) ও তফিজুল ইসলাম (২৭), সপু মোহাম্মদের পুত্র রেজ্জাকুল ইসলাম (২৫), সহোদর ভাই রেজাউল করিম (২২), সালাম ফকিরের পুত্র মো: সহিদ (৪৫) ও তার পুত্র আসাদুল ইসলাম (১৯) কে গ্রেফতার করে। পুলিশ জানায় দীর্ঘদিন পুলিশের চোখ ফাকি দিয়ে আদালতের আদেশ উপেক্ষা করে গোপনে বাড়ীতে যাতায়াতের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৮জনকে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।