রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোসনা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌসভার উম্মুক্ত বাজেট ঘোষণা সভা  পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়।

বীরগঞ্জ পৌসভার আয়োজনে মেয়র মোহাম্মদ হানিফের সভাপতিত্বে উম্মুক্ত বাজেট ঘোষনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেয়র নিজে। পৌরসভার সচিব মো: হানিফ সরদার ২০১৬-২০১৭ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভায় ১৬ কোটি ৮১ লাখ ১৩ হাজার  ৫ শত ৬৮ টাকার বাজেট ঘোষনা করেন। এ সময় পৌর সভার ইনি্জয়ার মহোদয়, সকল কাউন্সিলরগণ, সাংবাদিক সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবগর্রা উপস্থিত ছিলেন।28-062016 POUROSOVA (1)

 

 

Spread the love