
মোঃ ওয়ারেস-উল-ইসলাম ওলি, ঢাকা প্রতিনিধিঃ
স্বপ্ন ঘুড়ি ( ২০০৭ সালের এসএসসি ব্যাচ) এবং রংধনু ( ২০০৮ সালের এসএসসি ব্যাচ) আয়োজনে বীরগঞ্জ সমিতি ঢাকা এবং আফতাব ফাউন্ডেশনের সহযোগিতায় দিনাজপুরের বীরগঞ্জে পৌরসভা লীগ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খয়ররুল ইসলাম চৌধুরী।
সোমবার বিকেল ৪টায় বীরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে বীরগঞ্জে পৌরসভা লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আফতাব উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শাহাদত হোসেন। বীরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আমিনুল ইসলাম মিন্টু, বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
খেলায় বলাকা মোড় ডেঞ্জার কিং ক্রিকেট দল সব উইকেট হারিয়ে ১২ ওভারে ১৬৪রান করে বিজয়ী হন। প্রতিযোগী দল প্রয়াস হাতে ঘড়ি ক্রিকেট দল সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫০রান ।